সিলেটে নাট্যকর্মীদের ওপর হামলায় ডা.স্বপ্নীল এর নিন্দা

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণসিলেট নগরীর ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনে হলে নাট্যকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
বিবৃতিতে ডা.স্বপ্নীল নাট্যকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ডা.স্বপ্নীল বলেন, শান্তি সম্প্রীতি সৌহার্দপূর্ণ শহর সিলেটে নাট্যকর্মীদের উপর এই হামলা কখনো কাম্য হতে পারেনা।
প্রসঙ্গত, সিলেটের শতবর্ষী প্রাচীন সারদা স্মৃতি হল সংস্কারের পরে নতুন করে চালু করা এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী নাট্য উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চূড়ান্ত মহড়া চলছিল।এ সময় বিএনপির রোড মার্চ-সমাবেশে অংশ নিতে আসা মিছিল থেকে নেতাকর্মীরা নাট্যকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে। এতে ১০-১৫ জন নাট্যশিল্পী আহত হন।
সিলেটসংবাদ/হান্নান