এড. শামসুজ্জামান’র বাসায় লুটপাট ও অগ্নিসংযোগের নিন্দা আঙ্গুরা মোহাম্মদ পুর জনকল্যাণ সমিতি সিলেট’র
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৬, ৮:৪৩ পূর্বাহ্ণডেস্ক রিপোর্ট ::
আঙ্গুরা মোহাম্মদ পুর জনকল্যাণ সমিতির উপদেষ্টা এডভোকেট শামসুজ্জামান’র বাসায় লুটপাট ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন আঙ্গুরা মোহাম্মদ পুর জনকল্যাণ সমিত সিলেট’র উপদেষ্টা, এডভোকেট আশিক উদ্দিন আশুক,জয়নাল আবেদীন, মু্হাম্মদ নিজাম উদ্দিন, জুনেল আহম্মদ সভাপতি সুলতান মাহমুদ সাজু, সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক ইসতিয়ক আহমদ সায়েল, কোষাধ্যক্ষ জুবের আহমদ সাংগটনিক সম্পাদক জাবেদ আহমদ ও অন্যান্য সমিতির নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতর সাজা নিশ্চিত করতে হবে। সমিতির নেতৃবৃন্দ এডভোকেট জামানের মা’কে সাথে নিয়ে লুটপাতকৃত বাসা পরিদর্শন করেন। . . . . . . . . .