এসআইইউ ইংরেজি বিভাগের আয়োজন মঈনুস সুলতানে মোহিত পৌষের দুপুর

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৬:১৭ অপরাহ্ণসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত,প্রখ্যাত ভ্রমণ লেখক মঈনুস সুলতানকে ঘিরে কেটেছে এক মোহিত দুপুর। আজ ৮ জানুয়ারি, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে বক্তৃতা, প্রশ্নোত্তর, পারস্পরিক ভাববিনিময়ে তৈরি হয় এই সুলতানী আবহ।
‘বিয়ন্ড দ্যা ক্লাসরুম:এক্সপার্ট ইনসাইটস’ শীর্ষক এ অনুষ্ঠানে মঈনুস সুলতানের বক্তব্যের শিরোনাম ছিল, ‘ফ্রম পেইজেস টু পাথস:লিটারেচার’স গাইড টু ট্র্যাভেলিং উইথ কমপেশনস’। ইংরেজি বিভাগের নিয়মিত আয়োজনের পঞ্চম আসর ছিল এটি। বক্তব্যে মঈনুস সুলতান ভ্রমণ সাহিত্যের গুরুত্ব, ভ্রমণের নানা অভিজ্ঞতা, ভ্রমণের উপকারিতা, ভ্রমণ কিভাবে উদারচিন্তা,সহমর্মিতা,পরমতসহিষনুতার বিকাশ ঘটায় ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভ্রমণ সাহিত্য আমাদের কেবল ভিন্ন ভিন্ন স্থানের বর্ণনা দেয় না, বরং একটি গভীর উপলব্ধি প্রদান করে, যা মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তব্য শেষে শিক্ষার্থীরা মঈনুস সুলতানের জীবন ও কর্মের ওপর প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে মঈনুস সুলতানকে স্বাগত জানান ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। স্বাগত বক্তব্যে তিনি বলেন, এসআইইউ ইংরেজি বিভাগ শুধু পাঠ্যক্রম নয় শিক্ষার্থীদের সিলেবাসের বাইরের বিপুল জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে আজকের আয়োজন। মঈনুস সুলতানকে স্বাগত জানিয়ে প্রণবকান্তি দেব বলেন, পৃথিবীর পথে পথে ঘুরে ঘুরে তিনি যে বিচিত্র জ্ঞান আহরণ করেছেন শিক্ষার্থীরা সে জ্ঞান সমুদ্রে অবগাহনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পাবে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং এ অনুষ্ঠানের কনভেনার স্বাতী রানী দেবনাথ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। তিনি বলেন, এসআইইউ কারিকুলামের পাশাপাশি কোকারিকুলামকে সমান গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে এ বিশ্ববিদ্যালয়ে সকল প্রচেষ্টা বিদ্যমান। বক্তব্য শেষে তিনি মঈনুস সুলতানের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
মঈনুস সুলতানের এ আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট লোক গবেষক সুমনকুমার দাশ, শাবিপ্রবির অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, এবং সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অম্বরীষ দত্ত উল্লেখযোগ্য।