কোম্পানীগঞ্জে সংশ্লিষ্ট অংশীজনের সাথে স্কুল নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক এডভোকেসি সভা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ
লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় এফআইভিডিবি উইমেন-লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম কোম্পানীগঞ্জ উপজেলার দুইটি স্কুলে স্কুল নিরাপত্তা পরিকল্পনা করা হয়। মঙ্গলবার ২৭ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে স্কুলের ঝুঁকি মূল্যায়ন এবং নিরাপত্তা পরিকল্পনার ফলাফল উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের সাথে শেয়ার করা হয়।
অ্যাডভোকেসি ওয়ার্কশপ সরকারি উন্নয়ন পরিকল্পনায় এসএসপি-ও ক্রিয়াকলাপগুলিতে বাস্তবায়নের সুযোগ তৈরী করবে এবং স্কুলগুলিকে নিরাপদ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। উক্ত সভায় এফআইভিডিবি- উইমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর প্রকল্প সমন্বয়কারি ছাদিকুর রহমান সঞ্চালনা করেন। উইমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের জেলা সমন্বয়কারি গোলাম মোস্তফা সিআরএ কার্যক্রমের সার্বিক দিক উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো আবু সাইদ মিয়া, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো আব্দুল মালিক, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াদ আলী, তেলিখাল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান ও দুইটি স্কুলের স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন এফআইভিডিবি- উইমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর প্রগ্রাম মনিটর ইয়াসমিন আক্তার ও ইউনিয়ন মবিলাইজার ফুজায়েল আহমদ।
শিক্ষা/হা