গোলাপগঞ্জে ১০৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণগোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন থেকে ১০৪ পিস ইয়াবাসহ মাহতাব মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাহতাব আমুড়া ইউনিয়নের ধরাবহর গ্রামের মৃত জহির আলীর পুত্র।
মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানা ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হবে।