সিলেট-৪ আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন অ্যাডভোকেট শাহজাহান
সিকডে
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী।
তিনি ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
ফরম জমা শেষে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।
তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পরিবারের অন্তত ৭/৮ জন সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাছাড়া আমার দাদা মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবেও অতিগুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি নিজে ছাত্রলীগ থেকে যুবলীগ হয়ে এখন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছি। জীবনে অনেক কঠিন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। বিএনপি-জামায়াতের সময় কারাবরণ-নির্যাতন সহ্য করতে হয়েছে। এমনকি ফখরুদ্দিন-মঈন উদ্দিন সরকারের সময়েও নির্যাতন সইতে হয়েছে। তাছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ শিক্ষিত স্বচ্ছ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান ও সাবেক ছাত্রনেতাদেরকে প্রাধান্য দিচ্ছেন। এসব দিক বিবেচনা করলেও সিলেট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন আমি পেতেই পারি।
তিনি আরও বলেন, বর্তমান সাংসদ, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এই আসনে অনেকদিন থেকে নির্বাচন করছেন এবং জনগণ বারবার তাঁকে সংসদে পাঠাচ্ছেন। এখন তার অনেক বয়স হয়েছে। সেই হিসাবে দল তাকে মনোনয়ন না দিয়ে তরুণ প্রজন্মের কারও উপর নির্ভর করতে পারে।
তিনি বলেন, মন্ত্রী ইমরান আহমদ রাজনীতিতে অভিজ্ঞ একজন মানুষ। সংসদ সদস্য হিসাবেও অভিজ্ঞ। তাঁর প্রতি আমার শ্রদ্ধার ঘাটতি নেই। দল তাঁকে মনোনয়ন দিলে অবশ্যই আমি তাঁর সাথে আছি, থাকবো। তবে যদি তাঁর ব্যতিক্রম কিছু হয়, তাহলে অবশ্যই মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি, নির্বাচন এলে মনোনয়ন একাধিক ব্যক্তি চাইতেই পারেন। তবে শেষ পর্যন্ত দলীয় সভাপতিই আমাদের সবকিছু। তিনি যাকে মনোনয়ন দিবেন তাঁর জন্য আমরা সর্বস্ব উজাড় করে কাজ করি। অতীতেও আমি মনোনয়ন চেয়েছি, পাইনি। তবু দলীয় প্রার্থীর জন্য কাজ করেছি একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসাবে। আগামীতেও সর্বোচ্চটুকু করবেন বলেও জানালেন অ্যাডভোকেট শাহজাহান।
রাজনীতি/হান্নান