সিলেট-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট মাহফুজ

সিকডে
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-৪ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান।
শনিবার ( ১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালয়ে তিনি দলীয় আবেদন ফরম জমা দেন।
দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর অ্যাডভোকেট মাহফুজ বলেন, ‘দেশের জন্য, মানুষের জন্য সাধ্যমত কাজ করার চেষ্টা করি। আরো বড় পরিসরে কাজ করতে চাই। বিশেষ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সেজন্য আওয়ামী পরিবারের সদস্য হিসেবে দলের মনোনয়ন পেলে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কমী হিসেবে কাজ করতে চাই।
তিনি বলেন, “দলীয় সভাপতি আমাকে ছাড়া তার বিবেচনায় যোগ্য যেকোনো প্রার্থীকে নৌকা প্রতীক দিলে আমার সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে তাকে বিজয়ী করার ব্রত নিয়ে কাজ করবো। নৌকা প্রতীক পেলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট হবো।”
রাজনীতি/হান্নান