শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিতে বিভোক্ষ মিছিল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৬:৫০ অপরাহ্ণজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের দাবিতে আন্দোলনরত শিক্ষর্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন পরবর্তী সমাবেশে জবির হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, হল নিয়ে যুক্তি দেখানোর আর কিছুই নেই, অতি দ্রুত জগন্নাথ বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের নায্য দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
পরে দুপুর ১টার দিকে জবি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার দাবিতে শাবিতে বিভোক্ষ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
মিছিলটি ক্যাম্পাসের অর্জুনতলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আহ্বায়ক অপু কুমার দাশের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সভাপতি স্বপন দেবনাথের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সরোয়ার তুষার, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক প্রসেঞ্জিত রুদ্র ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুচিত্র গোপ প্রমুখ।
বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দীর্ঘদিন ধরে হলের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু দশ বছরের আন্দোলনের মত এবারও আশ্বাস দিয়ে আন্দোলন বন্ধ করতে না পেরে প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ দিয়ে হামলা করে। কিন্তু তাতেও সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য্য দাবি থেকে পিছিয়ে আসে নাই।
সরকারের প্রতি জবি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার দাবি জানিয়ে তারা আরো বলেন, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা করছে। এমনকি আজও আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা। সেই সাথে জবির হল আন্দোলন সহ সকল ন্যায় আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান তারা।
. . . . . . . . .