সিলেটের ১০ উপজেলায় ভোটগ্রহণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৪, ৪:৫১ অপরাহ্ণষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ ধাপে সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার লাখাই, হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটকেন্দ্রগুলো অধিক নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও বিজিবির পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার নজরদারি করবে গোয়েন্দা সংস্থাগুলো। ভোট উৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম সক্রিয় আছে।
এছাড়া প্রতিটি থানায় পুলিশ ও সশস্ত্র আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে। থানা এলাকায় র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী তারা অপারেশনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
সিলেট/আবির