সিসিক নির্বাচন: পাড়া-মহল্লায় ব্যানার-পোস্টার সাটিয়েছেন প্রার্থীরা

মইনুল হাসান আবিরঃ
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সমর্থন আদায়ে ওয়ার্ডের পাড়া-মহল্লায় ব্যানার-পোস্টার সাটিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা । শুরু হয়েছে উৎসবমুখর প্রচারণা। মেয়র প্রার্থীদের পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নিজ নিজ প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
গত ২ জুন প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরের আনাচে কানাচে মাইকিং করে জানান দিতে শুরু করেছেন তারা। কে হবে আগামীর মেয়র? নানান গুঞ্জন ও প্রশ্ন সবার মনে। তবে জনপ্রিয়তা ও প্রচারণায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো.আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা)।
আগামী ২১ জুনের নির্বাচনে নগরীর ৫৬টি কাউন্সিলর পদে ভোটযুদ্ধে নেমেছেন ৩৬০ প্রার্থী। এর মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন নারী কাউন্সিলর ও ৪২টি সাধারণ ওয়ার্ডে ২৭৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করছেন চারজন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগের মো.আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক (গোলাপফুল)। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) এবং মো. শাহজাহান মিয়া (বাস গাড়ি) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নগরীর ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ১৩৬৭টি স্থায়ী ও ৯৫টি অস্থায়ী কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার ৪২টি সাধারণ ওয়ার্ডে ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন। আর হিজড়া ভোটার হয়েছেন মাত্র ৬ জন।
সিলেট সংবাদ/আবির