কত টাকা আয় করেছে রাশমিকার নতুন সিনেমা?
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরের শেষ থেকে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। টানা দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন। গত মাসে মুক্তি পেয়েছে তার হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা। বক্স অফিসে গড়পড়তা পারফর্ম করছে এটি।
এদিকে, নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হলেন রাশমিকা মান্দানা। রাহুল রবীন্দ্রন নির্মিত তেলেগু ভাষার ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা ৭ নভেম্বর বিশ্বের ৫৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও বক্স অফিসে শুরুটা খুব একটা নজরকাড়া হয়নি। দুই দিনে কত টাকা আয় করেছে রাশমিকার এই সিনেমা?
বিনোদন/আবির





