এক ফ্রেমে শাহরুখ-জন সিনা, পরস্পরের প্রশংসা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
এক ফ্রেমে ধরা পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও রেসলিং কিংবদন্তী ও হলিউড তারকা জন সিনা।তবে ছবিটা পুরাতন হলেও নতুন করে আলোচনায় এনেছেন দুই তারকা নিজেই। ছবি পোস্ট করে পরস্পরের প্রশংসা করেছেন তারা।
প্রথম জন সিনার সঙ্গে নিজের তোলা ছবি শেয়ার করে শাহরুখ মন্তব্য করেছেন। গতকাল এক্স এ রিটুইট করা ওই পোস্টে শাহরুখ বলেন, ‘সে একজন রকস্টার, অত্যন্ত বিনয়ী ও দয়ালু।’ মুহূর্তেই শাহরুখের সেই পোস্ট ভাইরাল হয়ে পড়ে।
পোস্টটি নজরে আসে জন সিনারও। ছবিটির স্ক্রিনশট পোস্ট করে সাবেক এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলেন, ‘আমি কখনোই আপনার ব্যবহার ও আমাদের আলাপ ভুলবো না। আমাকে ব্যক্তিগতভাবে ও বিশ্বের কোটি কোটি ভক্তকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ।’




