ভাড়া দিতে দেরি, ভাড়াটিয়ার ওপর বাড়ির মালিকের হামলা

অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণগোপালগঞ্জে বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়ার ওপর বাড়ির মালিক হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে ২ জন আহত হয়েছেন।
রবিবার (১১ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের কমিশনার রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শেখ রাব্বি ইসলাম (১৭) ও তার দাদা ইদ্রিস আলী শেখ (৬৫)।
আহত রাব্বি ইসলামের মা পারুল বেগম জানান, প্রায় চার মাস আগে শহরের কমিশনার রোডের কেয়া বেগমের বাসা ভাড়া নেন তিনি। নতুন বাসায় ওঠার পর থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করে দিতেন। কিন্তু, এই মাসের ১১ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ না করায় পারুল বেগমের সঙ্গে বাড়ির মালিক কেয়া বেগমে কথা-কাটাকাটি হয়। এসময় পারুল বেগমের ছেলে রাব্বি তার দাদাকে ডাকতে গেলে কেয়া বেগম ফোন করে লোকজন জড়ো করেন। রাব্বি ফিরে এলে তার ওপর হামলা চালানো হয়। এসময় রাব্বির দাদা ইদ্রিস আলী শেখ ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। এতে রাব্বি ও তার দাদা ইদ্রিস আলী শেখ আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে বাড়ির মালিক কেয়া বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবতাফ জিলানী বলেন, ‘‘রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারাদেশ/আবির