ডেভিল হান্ট অপারেশনে সিলেটে গ্রেপ্তার ৩

সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে সিলেটেও অভিযান শুরু হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিভিন্ন স্থানে অপারেশন চালায় পুলিশ। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এবং আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ও নগরীর বাগবাড়ি এলাকার বিমল কান্তি দাসের ছেলে অয়ন দাস (২৭), ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার মৃত জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ (৩৪) এবং দক্ষিণসুরমা উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও লালারচক এলাকার বাসিন্দা আব্দুল খালিকের ছেলে আব্দুল জলিল তালুকদার।
আইন-আদালত/হা