ভিকিটিয়া পরিষদের নির্বাহী কমিটি ঘোষণা
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ২:৪৯ অপরাহ্ণউন্মুক্ত বাংলাদেশী অনলাইন বিশ্বকোষ ভিকিটিয়া পরিচালনার জন্য নিয়ন্ত্রক সংগঠন ভিকিটিয়া পরিষদের নির্বাহী কমিটি আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ভিকিটিয়া ও ভিকিটিয়া পরিষদের প্রতিষ্ঠাতা পারভেজ হুসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির নাম প্রকাশ করা হয়।
ঘোষিত নির্বাহী কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক গোলাম নবী পান্না। সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় অভিনেতা ও লেখক এবিএম সোহেল রশিদ, সহ-সভাপতি হয়েছেন লেখক আহমেদ কিবরিয়া। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক ও কবি সাজেদুর আবেদীন শান্ত, এবং কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন গীতিকার ও কবি শাহিন আলম।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ভিকিটিয়ার সক্রিয় অবদানকারী নাসির মজুমদার এবং মোঃ আবু সাঈদ-কে।
নবনির্বাচিত এই নির্বাহী কমিটি ভিকিটিয়া এবং এর সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক রক্ষণাবেক্ষণ ও প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে। কমিটি ভিকিটিয়ার সম্প্রসারণ, উন্নয়ন এবং ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।
ভিকিটিয়া পরিষদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে এই কমিটির নেতৃত্বে ভিকিটিয়া আরও বেশি কার্যকর এবং সম্প্রসারিত হবে, যা জ্ঞানভিত্তিক একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ ও বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে উপস্থাপিত হবে।
মিডিয়া যোগাযোগ: ই-মেইল: council@bhikitia.org, ওয়েবসাইট: council.bhikitia.org
সিলেট/আবির