সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৪, ১২:৫২ অপরাহ্ণসিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় রিমন আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
রিমন আহমদ ওই গ্রামের ইশ্রাব আলীর ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, টাকা-পয়সা লেনদেন নিয়ে একই গ্রামের মজির উদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল রিমনের। এর জেরে মজির উদ্দিনের পরিবারের সদস্যরা হামলা চালায় রিমনের ওপর। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সিলেট/আবির