প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দোয়া নিলেন বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান নুনু মিয়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া গত বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৩টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এসময় তিনি প্রধানমন্ত্রীর দোয়া নেন এবং দলের জন্য নিরলস কাজ করার মনোবাসনা ব্যক্ত করেন।
এছাড়া এসএম নুনু মিয়া উপজেলা চেয়ারম্যান থাকাকালে বিশ্বনাথে বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষতের সময় সিলেট আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।