নিউইয়র্কে উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৬:১১ অপরাহ্ণনিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্রে সফররত এফবিসিসিআইএর সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য জেলা যুবলীগের আহ্বায়ক এবং সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
কমিউনিটি নেতা আব্দুস শহীদের সভাপতিত্বে ও জালালাবাদ এসোসিয়েশনের সহসভাপতি শাহীন কামালীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ,সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান লেইছ চৌধুরী,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত।
গত ২৯শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় স্ট্রালিং বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোহান আহমদ টুটুল,যুবলীগনেতা শেখ জামাল হোসেন,যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ,যুবলীগনেতা জামাল আহমদ,কাপাসিয়া আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ সানাউল্লাহ মিয়া,কাজী রবিউজ্জামান প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক মহানগর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুর রহমান,সাংবাদিক মেহেদী কাবুল,যুবলীগনেতা রিটন সরকার,কবি আবু তাহের চৌধুরী,চেয়ারম্যান কামরুজ্জামান বশির,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন,আবু দাউদ।
সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
প্রধান অতিথি চপল বলেন বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার প্রবাসী বান্ধব সরকার নতুন টার্নিমাল-৩ উদ্ভোধনের মাধ্যমে প্রবাসীদের বহুদিনের বিমান বন্দরের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।