ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা সাহাব উদ্দিনের শয্যা পাশে সিলেট মহানগর ছাত্রদল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ৬:৩৪ অপরাহ্ণদীর্ঘ দিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত সিলেট যুবদল নেতা সাহাবউদ্দিন আহমদ‘র শয্যা পাশে মহানগর ছাত্রদল নেতা আফছর খান। বৃহস্পতিবার বিকাল ৩টার সময় যুবদল নেতা সাহাবউদ্দিন আহমদ‘র বাসায় গিয়ে তাকে চিগিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা হাতে তোলে দেন।
এসময উপস্থিত ছিলেন ফাহিম আহমদ চৌধুরী,শামীম আলী,জুনেদ তালুকদার,জহিরুল ইসলাম আলাল,আব্দুল মালিক আতিক,মকসুদুল করিম,খালেদ হোসেন, রুবেল আহমদ প্রমুখ।
এসময় তিনি বলেন, ক্যান্সার রোগে আক্রান্ত সিলেট যুবদল নেতা সাহাবউদ্দিন আহমদ জাতীয়তাবাদী আদর্শে সিলেটের কোর্ট পয়েন্টে বিএনপির সভা সমাবেশে যাকে সব সময় দেখা যেত। সাহাব উদ্দিনকে যেখানে মিটিং সেখানে সাহাব উদ্দিন, যেখানে মিছিল সেখানে সাহাব উদ্দিন, যেখানে অন্যায় সেখানে সাহাব উদ্দিনের প্রতিবাদ। এক সময়ের রাজপথ কাঁপানো শহীদ জিয়ার সূর্য সৈনিক যুবদল নেতা সাহাব উদ্দিন আহমদ।
মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছেন সাহাব উদ্দিন । টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এ জন্য বিএনপিসহ দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। ক্যান্সার রোগে আক্রান্ত সাহাব।
হৃদয়বান ব্যক্তিরা অসুস্থ সাহাব উদ্দিন আহমদকে সাহায্য পাঠানোর ঠিকানা : সাহাব উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর : ১১০৯১২১১৬১১৭৭৮৩ (১১০৯১২১১৬১১৭৭৮৩) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, লালদিঘীরপার, সিলেট,বাংলাদেশ।
. . . . . . . . .