সিলেটে গৃহবধুর গলা কাটলো পাষন্ড স্বামী, অতপর…
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫, ১০:১০ অপরাহ্ণসুনামগঞ্জের ছাতকে ভারতীয় সীমান্ত এলাকায় সোনাই নদীর তীরে গৃহবধুকে হত্যার উদ্যোশে ছুরি দিয়ে গলা কেটে রক্তাক্ত জখম করে যৌতুক লোভী পাষন্ড স্বামী। বৃহস্পতিবার সকালে পুলিশ আটক করেছে ঘাতক স্বামীকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি বাহাদুরপুর গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে আব্দুল আলীর সাথে গত ৮ মাস আগে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর পুরান বস্তির মৃত সুরুজ আলীর মেয়ে মেশকাতুন নেছা (১৯)।
বিয়ের পর হতে মেশকাতুন নেছা কে যৌতুকের দাবীতে বিভিন্ন সময় শারীরিক ভাবে নির্যাতন করে আসছে স্বামী আব্দুল আলী। গত মঙ্গলবার ভোর রাতে যৌতুক না পেয়ে আব্দুল আলী ও তার পরিবারের লোকজন মিলে মেশকাতুন নেছা কে হত্যার উদ্দেশ্যে নিজ বসত ঘরে গলা কেটে রক্তাক্ত জখম করলে প্রাণ রক্ষার্থে মেশকাতুন নেছা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন বাড়ীর কাছে সোনাই নদীর তীরে। কিন্তু আবারও মেশকাতুন নেছার উপর হামলা করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন মেশকাতুন নেছা কে ঘটনাস্থল হতে উদ্দার করে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে তিনি এখন মৃত্যুশয্যায় রয়েছেন।
এ ব্যাপারে ছাতক থানার এসআই নবগোপাল জানান আহত মহিলা ইশারাতে তার স্বামীর নাম বলায় পাষন্ড স্বামী আব্দুল আলী কে আটক করা হয়েছে। মামলা এজাহার ভুক্ত হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
. . . . . . . . .