ছাতকে বেড়া কেটে ঘরে ঢুকে শিশুকে গণধর্ষণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১০:৪৩ অপরাহ্ণছাতক উপজেলার ভাদগাঁও ইউনিয়নের হাশেমপুর গ্রামে শনিবার রাত ১টার দিকে (শুক্রবার দিবাগত রাত) ঘরের বেড়া কেটে ১৪ বছরের এক শিশুকে গণধর্ষণ করেছে ৫ লম্পট। এ ঘটনায় ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা শিশুকে ওসমানী হাসপাতালের ওসিসি’তে (ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়েছে।
ভিকটিমের বাবা জানান, শুক্রবার দিবাগত রাতে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়ে তার মেয়ে। শনিবার রাত ১টার দিকে ঘরের দক্ষিণ দিকের বেড়া কেটে ঘরে ঢুকে গ্রামের সোনা মিয়ার ছেলে শাবাজ মিয়া (২২), আজির উদ্দিনের ছেলে জাবেল (২১), ফারুক মিয়ার ছেলে বোরহান মিয়া (২৪), মৃত ফয়জুল হকের ছেলে আনহার মিয়া ( (২৫), আবদুল খালিকের ছেলে মতিউর রহমান (২৪)। তারা ভিকটিমের ছোট ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে শিশুকন্যাটিকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় শনিবার সকালে ছাতক থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভিকটিমের বাবা। পুলিশের পরামর্শে ধর্ষিতা শিশুটিকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।
. . . . . . . . .