এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের দাবি: বাকবিশিস

অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৪:২৮ অপরাহ্ণবাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা, মহানগর ও বিভাগীয় শাখা। নেতৃবৃন্দ ইএফটির জটিলতার দোহাই দিয়ে তিন মাস পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এমনিতেই দ্রব্যমুল্যের উর্ধগতিতেই স্বল্প আয়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাভিশ্বাস। তার উপর চলছে রমজান মাস। কিছুদিন পরই মুসলিম সম্প্রাদায়ের বৃহত্তম ঈদ উৎসব। এমন পরিস্থিতিতে লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ করে রাখা কেবল দুঃখজনকই নয় অমানবিকও। শিক্ষক নেতারা অবিলম্বে এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর থেকে মার্চ মাসের বেতন ছাড় দেওয়ার দাবি জানান। একই সাথে ঈদের আগেই শতভাগ উৎসব বোনাস প্রদান নিশ্চিত করার দাবি জানান তারা।
বিবৃতিদাতাগণ হলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, জেলা শাখার সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাতারা খান পান্না, বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাস, মহানগর সহসভাপতি অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, জেলা সহসভাপতি অধ্যাপক মিছবাহ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাশমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ।
সিলেট/আবির