দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বিচার মন্ত্রণালয়। প্রেসিডেন্টের সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার কারণে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার (৯ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেবিএস জানিয়েছে, বিচার মন্ত্রণালয় প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।
উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তকারী অফিস প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার অনুরোধ করেছিল।
আন্তর্জাতিক/আবির