রাজাধানীতে ৮ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ
রাজধানী উত্তরায় ৮ হাজার পিস ইয়াবা সহকারে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাসে তল্লাশির সময় মোহাম্মদ জামাল হোসেন (৪৯) কে আট হাজার ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ জামাল হোসেনের গ্রামের বাড়ি বরগুনা পাথরঘাটা পাঁচ নং কালমেঘা ইউনিয়নের মৃত নাজেম গোলদারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উত্তরা পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, ডিএমপি পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের নেতৃত্বে আব্দুল্লাহপুর পলওয়েল করোনেশন সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। বিকাল চারটার যানবাহন তল্লাশি করার সময় মো. জামাল হোসেনকে তল্লাশি করার সময় তার পিঠে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগ হতে ৪০ টি নীল রংয়ের এয়ার টাইট পলিথিনে রক্ষিত ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক মামলা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রাজনীতি/আবির