সংযমীরাই লুকিয়ে পর্ন দেখেন বেশি: সমীক্ষা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৫, ১১:২৫ পূর্বাহ্ণএই যে মোবাইল ফোনে, ফোনে ইন্টারনেট প্যাক। এত পর্ন ওয়েবসাইট, এগুলো দেখেন কারা? আপাতদৃষ্টিতে মনে হবে, যে মানুষ বেশি যৌন আগ্রহী, পর্ন সাইটগুলো তাঁদেরই বেশি প্রিয়। কিন্তু সমীক্ষা বলছে একেবারেই উল্টোটা। কেন? কারণ, ডব্লুডব্লুডব্লু ডট বাসেল ডট কম একটি সমীক্ষা চালিয়েছিল ১৯৯৮ জন পুরুষকে নিয়ে। এই সমীক্ষায় অত সংখ্যক পুরুষকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছিল। একদল, যাঁরা বেশি যৌন আগ্রহী।
একদল যাঁদের যৌন সংসর্গের অভিজ্ঞতা রয়েছে। আর একদল, যাঁরা যৌনতা নিয়ে সংযমী। এই তিন বিভাগের পুরুষদের মধ্যে সমীক্ষার পর দেখা গিয়েছে, যাঁরা বেশি যৌনতা মুখে পছন্দ করেন, তাঁরা কিন্তু আদৌ খুব একটা পর্নগ্রাফি দেখতে আগ্রহী নন। বরং, যাঁরা সংযমী বেশি, তাঁরাই লুকিয়ে পর্নগ্রাফিটা দেখেন। কী বলেবন, এটাকে? কেমন চরিত্র আমাদের? যাঁরা মুখে এবং হাবেভাবে যৌন সংযমী, আসলে লুকিয়ে লুকিয়ে পর্ন দেখছে তাঁরাই!
. . . . . . . . .