এনটিভি ইউরোপ-এ সিলেট প্রতিবেদক হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক নবীন সোহেল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৮:১৫ অপরাহ্ণজনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ইউরোপ এর সিলেটের সংবাদ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নবীন সোহেল। সম্প্রতি এনটিভি ইউরোপ কর্তৃপক্ষ তাকে এ দায়িত্ব দেন।
এর আগে সাংবাদিক নবীন সোহেল এনটিভি ইউরোপে বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসাবে গেল দেড়বছর থেকে কর্মরত ছিলেন। ইতোমধ্যে তিনি টেলিভিশন সাংবাদিকতায় সুনাম কুঁড়িয়েছেন। এছাড়াও দৈনিক কালবেলা বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে দৈনিক শুভ প্রতিদিন সহকারী বার্তা সম্পাদক হিসেবে ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুঁলিতে। তিনি সিলেট জেলা প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে নবীন সোহেল বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর। সিলেটের বিবিধ সমস্যা, সম্ভাবনা নিয়ে সততার সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। নবীন সোহেল সকলের সহযোগিতা কামনা করেন এবং সংবাদ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। মোবাইল- +৮৮০১৭১৮৩৮৮২৫০। এছাড়াও সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।