গোলাপগঞ্জে আন্দোলনকারীর সাথে বিজিবি ও পুলিশের সংঘর্ষ: নিহত ৩
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ১১:০১ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে আন্দোলনেকারীদের সাথে বিজিবি ও পুলিশের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে।
রোববার (৪ আগস্ট) দুপুর ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে নিহতচ্র হলেন- উপজেলার বারকুট গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।
গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সুদর্শন সেন দুজনের মৃত্যুর তথ্য মিশ্চিত করেছেন। তবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি তিনি।পরের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তার নাম নাজমুল ইসলাম। তিনি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।তবে স্থানীয় সুত্র জানিয়েছে, সংঘর্ষে ৪ জন মারা গেছেন। যদিও তা নির্ভরযোগ্য কোন সুত্র নিশ্চিত করেনি।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ চলাকালে শিক্ষার্থী ও জনতা ঢাকা দক্ষিন এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে পুলিশ- বিজিবি সদস্য ও বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
নিহত তাজ উদ্দিনের আত্মীয় জাবেদ মাহমুদ জানান, বিকেল ২টার দিকে ঢাকাদক্ষিণ রোডের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ব্যবসায়ী তাজ উদ্দিন পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা যায়, রোববার সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনে রোববার সকাল ১১টার দিকে ঢাকাদক্ষিণ বাজারে শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় পুলিশ বিজিবির সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষ প্রায় ৩ঘন্টা টানা চলে। এসময় শিক্ষার্থী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হন। এছাড়াও বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। এ সংঘর্ষে এক পর্যায়ে পুলিশকে ধাওয়া দিয়ে শিক্ষার্থীরা ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ রোডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে আসলে সেখানে গুলিতে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে গোলাপগঞ্জে শহরে আন্দোলনকারীরা মিছিল বের করলে আওয়ামী লীগ ছাত্রলীগ ও পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সিলেটসংবাদ/হা