নগরের কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ৩:২১ অপরাহ্ণ
সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ( ৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ছে। পরে আন্দোলনকারীরা কোর্ট পয়েন্ট এলাকা ছেড়ে অন্যান্য সড়কে অবস্থান নিলে পুলিশ তাদেরকে আবারও ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে রোববার সকাল ১১ টা থেকে নগরের কোর্ট পয়েন্টে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আন্দোলনকারীরা কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের অভিযান অব্যাহত আছে। সেই সঙ্গে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে নগরে অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করলেও গণপরিবহন কম রয়েছে। এছাড়া নগরীর বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে।
সিলেটসংবাদ/হা