কোম্পানীগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শিক্ষিকা কে পিএসসি ২০১৫ ব্যাচের সংবর্ধনা প্রদান

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রিপন আহমদ ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রওশন আরা বেগম নির্বাচিত হওয়ায় তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি ২০১৫ ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন রায়ের সভাপতিত্বে ও পিএসসি ২০১৫ ব্যাচের ছাত্র মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় মুজাম্মিল আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মাহমুদুল হাসান নাঈম বলেন যেখানে গুণীজনকে কদর করা হয়না সেখানে গুণীজন জন্মায়না। এই বিদ্যাপীঠের শিক্ষক ও শিক্ষিকাদের কাছ থেকে আমরা প্রাথমিক শিক্ষা শিখে আজ অনেক দূরে এগিয়ে গেছি। তাই তাদের মূল্যায়ন করা আমাদের জন্য কর্তব্য। এজন্য পিএসসি ২০১৫ ব্যাচের পক্ষ থেকে আমরা এই আয়োজন করি। আর প্রিয় বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মরহুম আব্দুল হালিম স্যারের রুহের মাগফেরাত কামনা করছি আমীন।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সাধারণ সম্পাদক ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান মিজান বলেন তোমাদের এই আয়োজনে আমি মুগ্ধ। তিনি সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে বলেন আপনারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শিক্ষিকা নির্বাচিত হওয়ায় দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে। তাই আপনাদের আরও বেশি পাঠদান করতে হবে। এছাড়াও তিনি বলেন যে জাতি শিক্ষকদের ও আলেম সমাজকে সম্মান করবে না সে জাতি কখনো সম্মানের উচ্চ শিখরে পৌছতে পারবেনা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ বলেন খুবই অল্প সময়ে এমন মহৎ আয়োজন করার জন্য পিএসসি ২০১৫ ব্যাচের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সিনিয়র শিক্ষক নির্বাচিত হয়ে তোমাদের কাছ থেকেই প্রথম সংবর্ধনা পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। তোমরা সমাজকে পরিবর্তন করতে পারো। এজন্য তোমরা এলাকার শিক্ষার মান বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে যাবে বলে আমি আশাবাদী। সংবর্ধিত অতিথির বক্তব্যে রওশন আরা বেগম বলেন আমরা তোমাদের সন্তানের চোখে দেখি এবং শিক্ষা দেই।আমাদের কাছ থেকেই তোমরা প্রাথমিক শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় অধ্যয়ন করতেছো। আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়ে এখন আরও বেশি শিক্ষা দিতে আগ্রহ এবং অনুপ্রেরণা পাচ্ছি।আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর তোমাদের এই চমৎকার আয়োজন বলে দেয় একদিন তোমরা সফলতার উচ্চ শিখরে পৌছবে।
উল্লেখ্য সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এবছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে চিকাডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি লাল দাস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না ঘোষ। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মাঝেরগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে তেলিখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রিপন আহমদ ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাম্মদ রওশন আরা বেগম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক ক্যাটাগরিতে বর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের কমিটির সহ সভাপতি তছিল উদ্দিন,শিক্ষিকা রাহেলা বেগম,মাজেদা বেগম,সাবিনা আক্তার, বীথি টিকাদার,হুসনা বেগম,দিলারা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন পিএসসি ২০১৫ ব্যাচের ছাত্র শাহরিয়ার আহমদ তায়েফ, আবু তালেব,তুহিন, সৌরভ,মুজাহিদ,কলিম উদ্দিন,ইমন,সুহাগ,দিল্লু,তায়েব সহ অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সভাপতির বক্তব্যে তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন রায় বলেন আমাদের বিদ্যালয়ের দুইজন শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। এতে আমরা যতটুকু আনন্দ পেয়েছি তার চাইতে বেশি খুশী হয়েছি পিএসসি ২০১৫ ব্যাচের এই আয়োজনে। আমাদের ছাত্র-ছাত্রীদের সফলতাই আমাদের সফলতা। সুতরাং তোমরা সবাই পড়ালেখা করে সফল হও আমাদের এটাই চাওয়া। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এলাকায় শিক্ষার মান-উন্নয়নের জন্য তোমরা কাজ করে যাবে এই প্রত্যাশা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
শিক্ষা/হান্নান