এটা কোন মাদ্রাসার ছবি?
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ১০:০৪ অপরাহ্ণখুব কিউট একটা ছবি!! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা প্রতিপক্ষকে কুরবানি করার জন্য অতি আনন্দের সহিত হাস্যজ্জল মুখে রাম-দায় শাণ দিচ্ছে। পাশেই দাড়িয়ে মুগ্ধ নয়নে শাণ দেওয়া অবলোকন করছে আরও এক নিষ্পাপ সোনার ছেলে। হ্যা নিষ্পাপই!! কারণ একজন নিষ্পাপ ছেলে দেখতে যেমন হয় সবই আছে তার মাঝে। হাতে ঘড়ি, চোখে চশমা, চুলের মাঝখান দিয়ে সিতি, মায়াবী চেহারা!! এই ছেলে কি নিষ্পাপ না হয়ে পারে??
…..আসলে এই জিনিসগুলো (রাম-দা’গুলো ) মাঝে মাঝে ধার/শাণ দেওয়া ও ব্যবহার করার প্রয়োজন আছে কারণ কোন জিনিস এমনি এমনি ফেলে রাখলে মরিচা ধরে যায়, ক্ষয় হয়ে যায়। সো এতো মূল্যবান জিনিসগুলো ফেলে রেখে নষ্ট করার কোন মানে হয় না!!
…..আজকে আবার কালো বিড়াল খ্যাত সুরজ্জিত সেন বলেছে, “সকল মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত কারণ মসজিদ মাদ্রাসাই সকল অস্থিরতা ও বিশৃঙ্খলার জন্য দায়ী!!”
…..আচ্ছা! এবার প্রশ্ন হচ্ছে-নিচের ছবির ঐ কিউট সোনার ছেলেগুলো কোন মাদ্রাসায় পড়ে আর কোন মসজিদে নামাজ পড়ে কেউ কি বলতে পারবেন??
-হ্যা!! মাদ্রাসাটার নাম হচ্ছে-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়!!
…..দয়া করে এবার কি কোন সুশীল সন্ত্রাসী তৈরির কাঁরখানা বিশ্ববিদ্যালয় নামক মাদ্রাসাগুলো বন্ধের কথা বলবেন??
– জানি বলবেন না। কারণ এই কথা বলার মতো বুকের পাটা এবং সৎ সাহস কোন সুশীলেরই নাই!!
তানভীর আহমাদ আর্জেলের ফেসবুক থেকে
. . . . . . . . .