ছিনতাইয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের সুন্দরীরা (ভিডিও)
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ১০:২২ পূর্বাহ্ণদেশে ছিনতাই নতুন কোন ঘটনা না। এটা বিপথগামীদের অনেক পুরনো দিনের রেওয়াজ, তবে এই ছিনতাইয়ে সামপ্রতিক সময়ে নতুন মাত্রা যোগ হয়েছে। আর সেটি হচ্ছে সুন্দরী নারীদের উপস্থিতি, শুধু সুন্দরী বললে ভুল হবে রাজধানীর বিভিন্ন অঞ্চলের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুন্দরী তরুণীরা।
সুন্দরী নারীদের প্রতি পুরুষের কম বেশী আগ্রহ থাকে, আর পুরুষের এই দুর্বলতা কে কাজে লাগিয়ে সুন্দরী নারীরা অহরহ ছিনতাই করে যাচ্ছে.। এদের মধ্য আছেন গ্রাম থেকে আসা ছাত্রীরা যারা কারও খপ্পরে পড়ে এই কাজ করেই চলেছেন! আছে বড় লোকের বখাটে মেয়েরাও, এরা ছিনতাইয়ের নেমেছে নেশার টাকা সংগ্রহ করার জন্য।
এই সব কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুন্দরী তরুণী ছিনতাইকারীরা মুলত দুটি উপায়ে ছিনতাই করে থাকে। প্রথমতঃ সরাসরি বিভিন্ন অলিগলিতে, দ্বিতীয়তঃ ফেসবুক অথবা মোবাইল ফোনে প্রেমের ফাদে ফেলে বাসায় ডেকে এনে।
সরাসরি ছিনতাইয়ের জন্য যেসব ছাত্রীদের বাছাই করা হয় তারা দেখতে অত্যন্ত ভদ্র টাইপের এবং বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। সাথে আছেন ছেলে সদস্যরাও। যাহোক এখন নিচের ভিডিও দেখলে আপনারা অতি সহজে বুজতে পারবেন।
https://www.youtube.com/watch?v=m_nLDIhChD4&feature=youtu.be . . . . . . . . .