রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ পরিদর্শনে মেডিকেল বিশ্ববিদ্যালয় টিম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২০, ৫:০০ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শক দল। মঙ্গলবার (৩রা নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: অছুল আহমেদ চৌধুরী এর নেতৃত্বে পরিদর্শক দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত পার্কভিউ মেডিকেল কলেজের অবস এন্ড গাইন বিভাগের অধ্যাপক ডা: দিলীপ কুমার ভৌমিক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা: নব কুমার সাহা, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, মাইকোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা: সৈয়দ আনুয়ারুল হক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালযের সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী।
পরিদর্শক দল অত্র প্রতিষ্টানে পৌঁছলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. আবেদ হোসেনের নেতৃত্বে কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: এ. কে. এম. দাউদ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মো. তারেক আজাদ তাদেরকে স্বাগত জানান।
এরপর পরিদর্শক দল কলেজ অধ্যক্ষের রুমে আয়োজিত ব্রিফিং এ অংশগ্রহ করেন। পরে পরিদর্শক দল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং অবকাঠমোগত সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিভাগে মানসম্মত চিকিৎসা যন্ত্রপাতি, রোগীদের উপস্থিতির হার, সর্বোপরি চিকিৎসা সেবার বিদ্যামান সুযোগ-সুবিধা এবং কলেজ শিক্ষার পারিপাশ্বিক অবস্থা ও সুষ্টু পরিবেশে দেখে ভূয়সী প্রশংসা করেন।
. . . . . . . . .