ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৫:২২ অপরাহ্ণভারতে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে পানি বাড়ছে। পাশাপাশি সিলেটেও চলছে থেমে থেমে বৃষ্টি। তবে কোনো নদ-নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সিলেট জেলার প্রধান দুই নদী সুরমা, কুশিয়ারাসহ সব কটি নদ-নদীর পানি বাড়ছে। সারি-গোয়াইন ও ধলাই নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৪১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটাই সতর্কবার্তা। ভারতে বৃষ্টি হলেই পাহাড়ি ঢল সীমান্তের নদ-নদী দিয়ে সিলেটে আসে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট প্লাবিত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন উপজেলার নিম্নাাঞ্চলে দ্রুত পানি বাড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে। গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলং ও বিছনাকান্দি এবং কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর পানিতে প্লাবিত হয়েছে। এসব স্থানে পর্যটকদের ভ্রমণ করতে না যাওয়াটাই ভালো বলে স্থানীয় লোকজন পরামর্শ দিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডে সিলেটের তথ্যমতে, দুপুর ১২টা পর্যন্ত সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন ও সারি নদীসহ সবকটি নদ-নদীর পানি সমানতালে আরও বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার কানাইঘাটে সুরমার পানি বেড়ে হয়েছে ১১ দশমিক ৫৬ সেন্টিমিটার, বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সে.মি.। সিলেটে পয়েন্টে ৮ দশমিক ৯৮ সে.মি , বিপৎসীমা ১০.৮ সে.মি.।
কুশিয়ারা জকিগঞ্জের অমলসিদে ১২ দশমিক ৯৩ সেন্টিমিটার, বিপৎসীমা ১৫ দশমিক ৪০ সে.মি.। শেওলা পয়েন্টে ১০ দশমিক১৮ সে.মি., বিপৎসীমা ১৩ দশমিক ০৫ সে.মি.। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৮ দশমিক ২৪ সে.মি., বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সে.মি.। শেরপুর পয়েন্টে ৭ দশমিক ১৯ সেন্টিমিটার, বিপৎসীমা ৮ দশমিক ৫৫ সে.মি.।
এছাড়া পাহাড়ি নদী কানাইঘাটের লোভাছড়ার পানি বেড়ে হয়েছে ১২ দশমিক ০৩ সে.মি, বিপৎসীমা ৮ দশমিক ৫৫ সে.মি.। জৈন্তাপুরের সারি নদী ১১ দশমিক ২৮ সে.মি., বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সে.মি.। জাফলং ডাউকি ১০ দশমিক ৫৮ সে.মি., বিপৎসীমা ১৩ সে.মি.। গোয়াইনঘাট সারি গোয়াইন ১১ দশমিক ২৮ সে.মি, বিপৎসীমা ১০ দশমিক ৮২ সে.মি এবং একই বিপৎসীমায় জেলার কোম্পানীগঞ্জের ইসলামপুর ধলাই নদীর পানি বেড়ে ৯ দশমিক ১০ সেন্টিমিটারে পৌঁছেছে।
এদিকে, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাসা-বাড়িতেও পানি উঠেছে। টানা বৃষ্টিতে রাস্তাঘাটে ডুবে গেছে। অনেক সড়কে ইঞ্জিন বিকল হয়ে যানবাহন বন্ধ হয়ে পড়তে দেখা গেছে।
সিলেট/আবির