এবার শাবিপ্রবি অভিমুখে সিলেটবাসীর গণযাত্রার গুঞ্জন
শাবি সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ১১:১৯ অপরাহ্ণএক নদী রক্তের উপর দাঁড়িয়ে আনা বিজয়ের চেতনাকে নস্যাত করার জন্য শাবিপ্রবিতে স্বৈরাচারের প্রেতাত্মা ও শতশত খুনের দায়ে অভিযুক্ত সংগঠন ছাত্রলীগ হলগুলো দখল করে আপতৎপরতায় লিপ্ত রয়েছে।সারাদেশের মানুষ ছাত্রলীগকে বিভিন্ন জায়গা থেকে বিতারিত করলেও এখনো শাবির হলগুলোতে ছাত্রলীগের আধিপত্য বজায় রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের নামে সকল হলেই অবস্থান করছে ছাত্রলীগ।তাদের পিছন থেকে নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের পালিয়ে যাওয়া নেতারাই।
জীবন বাজি রেখে যে সমন্বয়কারীরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বিগত আন্দোলনে বিজয় এনে দিয়েছে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্চিত করার মত সাহসও দেখাচ্ছে ছাত্রলীগের মুখোশধারীরা । এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সিলেটের আপামর ছাত্র-জনতা ক্ষোভে ফুঁসে উঠেছে। যে কোন মুহুর্তে ছাত্র-জনতা শাবি অভিমুখে মার্চ করতে পারে বলে গুঞ্জন শুনা যাচ্ছে।
শাবিপ্রবিতে ভিসি না থাকা এবং প্রশাসনিক দূর্বলতার সুযোগে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে বারবার সমন্বয়কারীদের পক্ষ থেকে আহবান করা হচ্ছে।হলের নিরাপত্তার জন্যই হলগুলোতে প্রশাসন ঠিক হওয়ার আগে পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান না করার অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়েছেন সমন্বয়কারীরা।
সিলেটসংবাদ/হা