ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির নির্বাচন: সহ সভাপতি পদে ব্যাবসায়ীদের কাছে ভোট চাইলেন আনোয়ার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৪:২৩ অপরাহ্ণআসন্ন ৩০ নভেম্বর ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক কার্যকরি পরিষদ নির্বাচনে সহ সভাপতি পদে সকল সদস্য ও ভোটারদের কাছে দোয়া চেয়েছেন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসাইন
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি কোনো বিজনেস পলিটিক্সে নেই আমি একজন ব্যবসায়ী অতি সাধারণ মানুষ। নির্বাচিত হলে সবাই কে নিয়ে সবার মতাতমের ভিত্ত্বেত কাজ করব।
আমি বিজনেসের পাশাপাশি বিভিন্ন সমাজসেবায় জড়িত
সবার সাথে কাজ করতে গিয়ে সমাজের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণমূখী কাজ করতে গিয়ে মানুষের অসংখ্য ভালোবাসা পেয়েছি। তেমনি ভাবে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির উন্নয়ন ও অগ্রগতির সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং নির্বাচিত হলে সেটা করব।
সমিতির সদস্যদের উৎসাহ সহযোগিতায় আমি সহসভাপতি ১ পদে প্রার্থী হয়েছি। আশা করি আগামী ৩০ নভেম্বর সমিতির নির্বাচনে সহসভাপতি পদে উড়োজাহাজ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে ব্যবসায়ীবৃন্দের সেবা করব।