ব্যাবসায়ীদের পাশে থাকার প্রত্যয়ে সভাপতি পদে ফুটবল মার্কায় ভোট চাইলেন: অভি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৯:৪১ অপরাহ্ণগেলবারের ন্যায় এবারও ৩০ নভেম্বর ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংসিটির জে এফ ফ্যাশন এর সত্ত্বাধীকারী শোয়াইব আহমদ অভি।
৩০ নভেম্বর ভোট গ্রহণ উপলক্ষে ওয়েস্ট ওয়াল্ডেরর সর্বস্তরের ব্যাবসায়ীদের কাছে দোয়া চেয়ে গনসংযোগ করছেন তিনি।
এবারের তার মার্কা ফুটবল।
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে শোয়াইব আহমদ অভি বলেন, আমার পুরনো অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সবার মাঝে শান্তি,সম্প্রীতি ও ভালোবাসার জয়গান করতে চাই। আমি কথায় নয় কাজে বিশ্বাসী।
অভি বলেন নতুন বাংলাদেশে ব্যাবসায়ীদের কল্যানে কাজ করতে চাই। ওয়েস্ট ওলাল্ড শপিং সিটির ব্যবসায়ীরা আমার পরিবারের অংশ হিসেবে মনে করি। সুতারাং আমি জয়ী হলে সবার মতামতের ভিত্ত্বিতে ওয়েস্ট ওয়াল্ড শপিং সিটির ব্যাবসায়ী সমিতিকে সৃজনশীল সমিতি হিসেবে রূপান্তর করব। যা হবে সবার জন্যকল্যানকর ও মঙ্গলজনক।
অভি জানান, বিগত দিনে কাজ করতে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি। তেমনি ভাবে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির জন্য কাজ করছি। সমিতির সদস্যদের উৎসাহ অনুপ্রেরণায় আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি।
আমি আগামী ৩০ নভেম্বর সমিতির নির্বাচনে সভাপতি পদে সবার প্রিয় ফুটবল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাআল্লাহ সবার মতামতের ভিত্ত্বিতে,বিনয় সততা ও বস্তু নিষ্ঠার সাথে কাজ করে যাবো।
তাই ফুটবল মার্কায় ভোট দিয়ে ব্যবসায়ীবৃন্দের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ভোট প্রার্থনা করছি।
উল্লেখ্য, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির এবারে ৪র্থবারের নির্বাচনে সভাপতি পদে মোট লড়ছেন ৩ জন, মোট ভোটার ১৮৪ টি।
এদিকে শপিং সিটির ভোটাররা জানিয়েছেন,সফল সভাপতি হিসেবে শোয়াইব আহমেদ অভি একজন দক্ষ ও পুরাতন মানুষ তাকে আমরা নির্বাচিত করলে উপকার হবে।