শীতের আগমনে শীতের পোশাক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ২:০৭ অপরাহ্ণভোরের শিশিরের লুকোচুরি শীতের বার্তা দিয়ে যাচ্ছে। তাই আর হালকা পাতলা পোশাক যেন গায়ে মানছে না। একটু মোটা হাতাওয়ালা পোশাক চাই এখন। এমনভাবেই পসরা সাজিয়েছে ফ্যাশন ব্র্যান্ডগুলো।
এই শীতে রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি ছেলেদের নিয়ে ভিন্ন লুকে আউটডোরে সেজেছে ছেলে মডেলরা।
শীতের পোশাকের ভিন্ন কিছু লুকর্সে ছবিতে ক্যামেরা বন্দি করছেন জুবেল চৌধুরী, যার মধ্যে রয়েছে ফ্যাশনেবল ডেনিম জ্যাকেট, হুডি, পিন্ট ও চেগ ফুল হাতা শার্ট,টি-শার্ট ইত্যাদি।
মূলত তরুণ-তরুণীদের কাছে এই পোশাকের রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা।
আয়োজক ও ষ্টাইলিং এন্ড ডিরেকশন: হিতাংশু দাস ইমন।
এজেন্সি: রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি।
মডেল: রাহি,অজিত,শাহেদ,তায়েন,ইমন,আবির,সৈকত।
মেকআপ: আবির হাসান।
ড্রেস: সিলেট বিডি মার্ট।