ব্রঙ্কসে নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৪, ১১:৫২ অপরাহ্ণনিউইয়র্কস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ই এপ্রিল সোমবার স্ট্রালিন বাংলাবাজার আল আকসা পাটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ জামাল হোসেন,সাধারন সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় অতিথি ছিলেন উপদেষ্টা মবশ্বির হোসেন চৌধুরী,দেওয়ান শাহেদ চৌধুরী,হাসান আলী,আজমান আলী,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ মাসুদুল হাসান,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী।
বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার,জাকির চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি শাহীন কামালী, সাধারন সম্পাদক মইনুল ইসলাম।
উপস্থিত ছিলেন আব্দুস সামাদ জাকারিয়া, কবি আবু তাহের চৌধুরী,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,প্রফেসার চুন্নু,এন ইসলাম মামুন,বেলাল আহমদ,সারওয়ার চৌধুরী,মিজানুর রহমান চৌধুরী শেফাজ,মোহাম্মদ আলী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হেসেন,কাজী রবিউজ্জামান,মোহাম্মদ লায়েক প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া।
ইফতার অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত নবীগঞ্জ উপজেলা ও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা অংশগ্রহন করেন।