ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির শপথ গ্রহন
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৪ অপরাহ্ণনিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৭এর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪শে এপ্রিল বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজার নিরব রেস্টুরেন্টে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি তজম্মুল হোসেন।বিদায়ী সাধারন সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় কোরআন তেলওয়াত করেন জালাল উদ্দীন চৌধুরী।সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ নবনির্বাচিত কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান।
এরপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সোহান আহমদ টুটুল।সাধারন সম্পাদক সৈয়দ রুহুল আলীর পরিচালনায় অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দীন আহমদ সোহাগ,কমিশনার আব্দুল মছব্বির,মিঞা মোহাম্মদ আলতাফ হোসেন,দেওয়ান মস্তাক রাজা চৌধুরী,এজাজ উদ্দীন আহমদ,জালাল চৌধুরী।
বক্তব্য রাখেন সাংবাদিক শেখ শফিকুর রহমান,সাংবাদিক ইকবাল আহমদ,জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান,সৈয়দ ফাহমী,জালাল চৌধুরী প্রমূখ।
সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সভাপতি সোহান আহমদ টুটুল,সহসভাপতি মোহাম্মদ জাবেদ উদ্দীন,সহসভাপতি সৈয়দ আবুল কাসেম,সাধারন সম্পাদক সৈয়দ রুহুল আলী,সহ সাধারন সম্পাদক এমদাদ রহমান তরফদার,কোষাধ্যক্ষ জাহাংগীর আলম,সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ,প্রচার সম্পাদক রবিন আহমদ,সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ,শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সত্যম দেব,মহিলা বিষয়ক সম্পাদিকা সুমেনা আহমদ সুমি,সদস্য শাহীন হাসনাত, আলতাফ হোসেন,সৈয়দ পাভেল উদ্দিন,চমন উদ্দিন,জাকারিয়া,রিটন সরকার,ফরহাদ চৌধুরী,মহসিন মিয়া,হাসান আল ফাহাদ ও আরিফ আহমদ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গরা যোগদান করেন।
সবশেষে উপস্থিত সবাইকে নৈশ্যভোজে আপ্যায়ন করা হয়।
সভাপতির বক্তব্যে সোহান আহমদ টুটুল বলেন আমাদের এই সংগঠনটি জন্মলগ্ন থেকে গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়ে আসছে যা নিউইয়র্কে নজিরবিহীন।আমরা নির্ধারিত সময়ে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি করে থাকি।তিনি বলেন নিউইয়র্কে এমন সংগঠন আছে একবার সভাপতি হলে দীর্ঘদিন পদ ধরে রাখেন সহজে ছাড়তে চাননা সে ক্ষেত্রে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক সম্পূর্ন ব্যতিক্রম।