সহিংসতা আর কারফিউতে ভোগান্তিতে অনেক মানুষ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৪, ১১:৪৯ অপরাহ্ণবাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জের ধরে টানা কয়েকদিনের সহিংসতা এবং এরপর দু’দিনের কারফিউতে ঢাকা ও ঢাকার বাইরে জনজীবনে নানা ধরনের প্রভাব পড়তে শুরু করেছে, যার ফলে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ।
বড় ছোট বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ কমে আসার কারণে দাম বেড়ে যাওয়া, শহরজুড়ে ঔষধের যোগান কমে আসার পাশাপাশি পরিবহন বন্ধ থাকার প্রভাব পড়তে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবনে।
এমনকি কয়েকদিন ইন্টারনেট না থাকায় মোবাইল ব্যাংকিং অচল হয়ে পড়ার কারণে বিপাকে পড়েছে বিদ্যুতের হাজার হাজার প্রিপেইড মিটার ব্যবহারকারী। রবিবার ডেসকো অফিসের সামনে ভিড় করেছে শত শত মানুষ।
ঢাকার বাইরে কোথাও কোথাও পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অনেক জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের, বিশেষ করে মাছ -মাংস- তরিতরকারি ও জরুরি দরকারি দ্রব্যের যোগান কমে আসায় কারফিউ শিথিলের সময়ে লোকজন চাহিদা অনুযায়ী এসব দ্রব্য পাচ্ছে না।
প্রসঙ্গত, সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার শুক্রবার মধ্য রাত থেকেই কারফিউ জারি করে সেনা মোতায়েনের নির্দেশ দেয়ায় জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ হয়ে যায়। বিশেষ করে পরিবহন বন্ধ থাকায় কাঁচাবাজারে সরবরাহ কমে এসেছে। ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ।
বিবিসি বাংলা