সাংবাদিক জয়ন্ত কুমার দাসকে রানওয়ে ম্যানিয়াক’র শুভেচ্ছা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ১৩ জুলাই(শনিবার)বাংলাদেশের শীর্ষস্থানীয় সময় টেলিভিশন সিলেট ব্যুরো অফিসে নিয়োগ পাওয়ায় সাংবাদিক জয়ন্ত কুমার দাসকে রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে তিনি সিলেটের প্রথম অনলাইন টেলিভিশন সিলটিভি,দৈনিক একাত্তরের কথা ও দৈনিক আধুনিক কাগজে কাজ করেছেন।এছাড়াও তিনি নাটক,মিউজিক ভিডিও,ও মডেল হিসেবে কাজ করছেন।তিনি রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সির মডেল কো-অর্ডিনেটর।
এসময় উপস্থিত ছিলেন, রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সীর চেয়ারম্যান হিতাংশু দাস ইমন,টিটু সাহা,ইকবাল আহমেদ,রুবেল রাজ,তায়েন,জুনেদ,
সামি,সোয়েব,নাদেল,মনসুর প্রমুখ।
এজেন্সীর চেয়ারম্যান বলেন,তার কর্মদক্ষতা ও কাজের প্রতি একাগ্রচিত্ততা তাকে এই অর্জন এনে দিয়েছে। আমার এজেন্সীতেও তার অবদান রয়েছে। তার এই অর্জনে আমরা ভীষণ আনন্দিত।