ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৯:২৬ অপরাহ্ণদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৫৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২ হাজার ৩৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩৭ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮২৬ জন। মৃতদের মধ্যে ৮ জন ঢাকার, ৩ জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৯ হাজার ৬১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২ হাজার ৫ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৬০৩ জন।
বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৪১০ এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৭৬৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৩০ হাজার ২৭১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৮ হাজার ৮৬৫ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৪১ হাজার ৪০৬ জন।
ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৬ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ১৭৪ জন। ভর্তির হার তিন শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
স্বাস্থ্য/হান্নান