নিউইয়র্কে শেখ রেহানার ৬৯তম জন্মদিন পালন

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণবঙ্গবন্ধু তনয়া শেখ রেহানার ৬৯তম জন্মদিন পালন করেছে ব্রঙ্কসবাসীর পক্ষ থেকে বঙ্কসবাসী আওয়ামী পরিবার।
গত ১৩ই সেপ্টেম্বর বুধবার রাতে নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিংয়ের সামনে অংকিত শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানার ৬৯তম জন্মদিন পালন করা হয়।অনুষ্ঠানের মধ্যে ছিল জন্মদিন উপলক্ষে কেক কাটা ও অভিনন্দন জানানো।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তোফায়েল আহমদ চৌধুরী,লেইছ চৌধুরী,আব্দুল মুহিত,শেখ শফিকুর রহমান ও জামাল আহমদ।
জন্মদিনের আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী,কুমিল্লা মেঘনা সমিতির মোহাম্মদ আবু দাউদ,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ,ব্রঙ্কস আওয়ামীলীগের উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার মন্জু চাকদার, উপদেষ্টা মাসুক আহমদ তালুকদার,ব্রঙ্কস আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি গোলাম রব্বানি বেলাল,তথ্য ও গবেষনা সম্পাদক রেজাউল হক রুহেল,সদস্য আবুল কাসেম,মোঃ রাসেল প্রমূখ।
জন্মদিন অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী যোগদান করেন।শুরুতে সাবেক ভিপি গোলাম রব্বানি বেলালের পরিচালনায় জয়বাংলা শ্লোগানে শেখ রেহানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং জন্মদিনের কেক কাটা হয় ও উপস্থিত সবাইকে খাওয়ানো হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী বলেন যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু থাকবেন জননেত্রী শেখ হাসিনার সাথে আছি এবং থাকব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ।