কমেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুর সংখ্যা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ৯:২৪ অপরাহ্ণশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে শুক্রবার রাত ১২টায়। তবে আগের বছরের তুলনায় এবার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার কম।
শনিবার আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা এ তথ্য জানান।
তিনি জানান, এবার দু’টি ইউনিটে ১৪৩০ আসনের বিপরীতে ৪১ হাজার ২৮৫ শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন এবং ‘বি’ ইউনিটে ৮৩০ আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন আবেদন করেছে।
‘এ’ ইউনিটে প্রতি আসনে ২৭ এবং ‘বি’ ইউনিটে ৩১ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা কম কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় এ বছর কম পরীক্ষার্থী পাস করেছে, তাই আবেদনকারীর সংখ্যাও কম। এছাড়া ভর্তি প্রক্রিয়া দেরিতে শুরু হওয়ার কারণেও এমনটা হতে পারে।
তবে বিশ্বিবিদ্যালয়ের অনেক শিক্ষক মনে করছেন, সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষক আন্দোলন, জাফর ইকবালসহ শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার কারণেই এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার আবেদন সময়সীমা ১৩ অক্টোবর থেকে শুরু হয়। আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাবির ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য sust.edu ওয়েবসাইটে পাওয়া যাবে।
. . . . . . . . .