রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৫, ৬:৪৮ অপরাহ্ণবেশ কয়েকটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য দীর্ঘদিন পর স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপির চলমান সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া, কাউন্সিল, পৌর নির্বাচনে অংশগ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।
চোখ ও পায়ের চিকিৎসার জন্য দুই মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে গুলশানে নিজের বাসা ‘ফিরোজা’য় একপ্রকার বিশ্রামেই ছিলেন তিনি। এই সময়ে কোনো নেতাই তার সাক্ষাৎ পাননি। দীর্ঘ ৭১ দিন পর মঙ্গলবার রাতে তার নিজ কার্যালয়ে অফিস করেছেন।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়া কার্যালয়ে আসেন। কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিএনপি নেত্রীর রাজনৈতিক জীবনে এত দীর্ঘ সময়ে কার্যালয়ে অনুপস্থিতির ঘটনা এই প্রথম। . . . . . . . . .