জরায়ুতে ১৮ কেজি ওজনের টিউমার!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫, ১২:০৭ পূর্বাহ্ণজেলার কালীগঞ্জে ফাহিমা বেগম (৪০) নামের এক রোগীর জরায়ু থেকে ১৮ কেজি ওজনের একটি টিউমার অপারেশনের মাধ্যমে বের করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের শাহ্জালাল ডায়াগনস্টিক অ্যান্ড প্রাইভেট হাসপাতালে সফলভাবে এই অপরেশন করেন ডাক্তার ফজলে আকবর।
এ ব্যাপারে হাসপাতালের মালিক হাবিবুর রহমান হাবিব জানান, কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের আজিবর দফাদারের মেয়ে ফাহিমা বেগম পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে রোগীর পেট অনেক বড় হওয়ায় আল্ট্রাসনোসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।
আল্ট্রাসনোর রিপোর্টে বলা হয়, রোগীর জরায়ুতে টিউমার হয়েছে। তখন সমস্ত রিপোর্ট এবং রোগীকে ডাক্তার ফজলে আকবরকে দেখানো হয়। ডাক্তার রিপোর্ট ও রোগী দেখে দ্রুত অপারেশনের পরামর্শ দেন।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় অপারেশন শুরু করেন ডাক্তার ফজলে আকবর এবং রাত পৌনে ৮টায় সফলভাবে তা শেষ করেন।
ডাক্তার ফজলে আকবর জানান, আমার দীর্ঘ চিকিৎসা জীবনে অনেক অপারেশন করেছি কিন্তু ফাহিমার মতো এতো বড় জরায়ু টিউমার অপারেশন করিনি। রোগী দীর্ঘদিন সৌদি আরবে চাকরির জন্য হয়তো রোগের চিকিৎসা করানোর তেমন সুযোগ পাননি। এ কারণে দিনে দিনে টিউমারটা অনেক বড় হয়ে গিয়েছিল।
রোগী ফাহিমা এখন কালীগঞ্জ শাহ্জালাল ডায়াগনস্টিক অ্যান্ড প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমান রোগী আশঙ্কামুক্ত বলে তিনি জানান।
. . . . . . . . .