ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ শনিবার বিকেলে এই আগুন লাগার কারণে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে হাসপাতালে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৩৬ মিনিটে নয়তলা ভবনের ষষ্ঠ তলার একটি স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া পুরো তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিকেল ৫টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয়তলায় রোগীদের আসবাবপত্র রাখার স্টোর রুম থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই হাসপাতালের ভেতর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। জীবন বাঁচাতে অসুস্থ শিশুদের কোলে নিয়ে স্বজনদের সিঁড়ি দিয়ে নিচে নামার দৃশ্য দেখা যায়।
মমেক ময়মনসিংহ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, নতুন ভবনের ৬ তলায় একটি ছোট স্টোর রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হয়ে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ৬ তলায় থাকা রোগীদের সরিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসায় হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




