নেইমারের শেষ সিদ্ধান্ত কি তাহলে সত্যিই নেওয়া হয়ে গেল?
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
একটা সময় ছিল, তার নাম উচ্চারিত হওয়া মানেই বিদ্যুতের মতো কাঁপন ছড়িয়ে যেত ফুটবলবিশ্বে। পায়ের জাদুতে মুগ্ধ হত স্টেডিয়ামভরা মানুষ। আলোচনায় থাকত কেবল একটিই নাম- নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র।
কিন্তু এখন? সেই আলো যেন ফিকে। তবু নিভে যায়নি একেবারে। আর ঠিক এই জায়গাটাতেই তৈরি হয়েছে রহস্য। তিনি কি আবার ফিরবেন ইউরোপে, নাকি নিজভূমেই শেষ হবে তার সেই রূপকথা?
ক্রীড়াঙ্গন/আবির




