ডা.স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চলের স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজারী গ্রুপের বৈঠকে যোগদান

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ৮:১৪ অপরাহ্ণসম্প্রতি কলম্বোয় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই সংক্রান্ত স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজারী গ্রুপের বৈঠকে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
কলম্বোর ঐতিহ্যবাহী গল ফেস হোটেলে এবারের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই সংক্রান্ত স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজারী গ্রæপের সদস্যরা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর এবং দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা এবং এ অঞ্চলভ‚ক্ত এগারোটি সদস্য রাষ্ট্রের উর্দ্ধতন স্বাস্থ্য কর্মকর্তারা যোগদান করেন। বর্তমানে ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি/এইডস ও এসটিডি প্রতিরোধ ও নিয়ন্ত্রনের জন্য চলমান পৃথক কার্যক্রমগুলোকে সম্প্রতি একীভ‚ত করার সিদ্ধান্ত গ্রহন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন পূর্ব এশীয় কার্যালয়। এ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো প্রস্তুতি পর্যালোচনা এবং পাশাপাশি চ্যালেঞ্জগুলো সনাক্ত করা ও সেগুলোর অপসারনে করনীয় নির্ধারন ছিল এবারের এই মিটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা।
পাশাপাশি মিটিংয়ে সদস্য রাষ্ট্রগুলো তাদের কান্ট্রি রিপোর্ট উপস্থাপন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা এবং স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজারী গ্রুপের সদস্যদের মূল্যায়নে বাংলাদেশ এতে তৃতীয় স্থান অর্জন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন পূর্ব এশীয় অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিডি সংক্রান্ত এডভাইজার ডা. বি বি রিওয়ারীর হাত থেকে এ পুরস্কারটি গ্রহন করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সাবেরা সুলতানা।
উল্লেখ্য অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরাসরি মনোনয়নে একজন ইন্ডিপেন্ডেন্ট সদস্য হিসেবে বর্তমানে দ্বিতীয় মেয়াদে সংস্থাটির আঞ্চলিক স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় ও সদস্য রাষ্ট্রগুলোর সরকারগুলোকে ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি এবং এসটিডি বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান এই স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজারী গ্রæপের অন্যতম দায়িত্ব।
সারাদেশসংবাদ/হান্নান