লালন পরিষদ ইউএসএর সংবাদ সম্মেলন নিউইয়র্কে লালন উৎসব হবে
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২২, ৫:১০ অপরাহ্ণ লালন পরিষদ ইউএসএর সংবাদ সম্মেলন নিউইয়র্কে প্রথম লালন উৎসব দিনব্যাপী অনুষ্ঠিত হবে ৩০ শে অক্টোবর রোববার জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে।উৎসবের প্রধান আকর্ষন কিংবদন্তী লালনগীত শিল্পী ফরিদা পারভীন ও বরেন্য বংশী বাদক গাজী আব্দুল হাকিমের সংগীত পরিবেশনা। অনুষ্ঠান চলবে দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত।পুরো অনুষ্ঠানের টাইটেল স্পন্সর করবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের চেয়ারম্যান নুরুল আজিম।
লালন পরিষদ ইউএসএর সংবাদ সম্মেলন নিউইয়র্কে প্রথম লালন উৎসব দিনব্যাপী অনুষ্ঠিত হবে ৩০ শে অক্টোবর রোববার জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে।উৎসবের প্রধান আকর্ষন কিংবদন্তী লালনগীত শিল্পী ফরিদা পারভীন ও বরেন্য বংশী বাদক গাজী আব্দুল হাকিমের সংগীত পরিবেশনা। অনুষ্ঠান চলবে দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত।পুরো অনুষ্ঠানের টাইটেল স্পন্সর করবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের চেয়ারম্যান নুরুল আজিম।
গত ১৮ই অক্টোবর সোমবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালন পরিষদ ইউএসএর আহবায়ক সাংবাদিক আব্দুল হামিদ।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নুরুল আমিন বাবু,সময় টিভির নিউইয়র্ক প্রতিনিধি হাসানুজ্জামান সাকী,উৎসবের সমন্বয়ক গোপাল স্যানাল,দিনেশ চন্দ্র মজুমদার,সুখেন গমেজ।
জনাকীর্ন সংবাদ সম্মেলনে নিউইয়র্কে কর্মরত প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা তাদের বক্তব্যে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত লালন উৎসবকে সাফল্য মন্ডিত করার জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের কে অনুষ্ঠানে যোগদান করে উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন।






